বিশ্বকাপে খেলবে স্টেইন-রাবাদা

24

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বরবারই দুর্দান্ত। অথচ বিশ্বকাপের আগে বোলিং আক্রমণ নিয়েই তাদের বেশি চিন্তা। পারফরম্যান্স নয়, দুশ্চিন্তাটা ডেল স্টেইন ও কাগিসো রাবাদার চোট নিয়ে। ইংল্যান্ডের আসরে তাদের পাওয়া যাবে কিনা, এই যখন আলোচনা, তখন প্রোটিয়া কোচ ওটিস গিবসন জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেন তারা।
গত কয়েক বছর ধরে সব ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। পিঠের চোটের কারণে ছিটকে না গেলে হয়তো সর্বোচ্চ উইকেট হতো তারই। আইপিএলে পাওয়া চোটটাই এখন বিশ্বকাপে তার খেলার পথে বড় বাধা।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার সময়ই চোট পেয়েছেন স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলে কাঁধের চোটে ছিটকে যান তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপে তার অভিজ্ঞতা প্রোটিয়াদের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবা হলেও এখন স্টেইনকে নিয়ে করতে হচ্ছে অন্য চিন্তা। যদিও দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন দিয়েছেন খুশির খবর। তিনি জানিয়েছেন, সেরে উঠছেন দুই পেসার এবং খেলবেন ইংল্যান্ডের আসরে।