বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান ১২ জানুয়ারি

152

স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবেকানন্দ বিদ্যা ও সঙ্গীত নিকেতনের ৪র্থ বার্ষিক অনুষ্ঠান আগামী ১২ জানুয়ারি রবিবার স্থানীয় জে.এম.সেন হলে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে রয়েছে- দুপুর ২টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী এবং বিকেল ৪টায় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের মাননীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর শায়লা শারমিন, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিল্পী সৌমেন দাশ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র ও চিত্রশিল্পী উত্তম কুমার তালুকদার। বিকেল ৫টায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলায় অংশগ্রহণ করবেন বিবেকানন্দ বিদ্যা ও সঙ্গীত নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি