বিবর্ণ দিনে উজ্জ্বল আঁখি

36

এসএ গেমসে আরেকটি বিবর্ণ দিন কাটালো বাংলাদেশ। সাঁতারে রোমানা আক্তার পারেননি গতবারের সোনাজয়ী মাহফুজা খাতুন শীলার মতো আলো ছড়াতে। অ্যাথলেটিক্সে ব্যর্থতার সেই পুরানো গল্প। গলফ, ভারোত্তোলন, শুটিংয়ে সর্বোচ্চ প্রাপ্তি রুপার হাসি। মলিন দিনে উজ্জ্বল কেবল ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতা আরদিনা ফেরদৌস আঁখি। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশকে মেয়েদের পিস্তল একক থেকে প্রথম রুপা এনে দিয়েছেন এই শুটার।
সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সেরা হন ভারতের পারমানানথাম। প্রতিযোগিতার ষষ্ঠ দিনে সব মিলিয়ে ৭টি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।