বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ওয়ার্কশপ

72

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ‘‘চধৎষরধসবহঃধৎু উবনধঃরহম ঝশরষষং’’ শীর্ষক এক ওয়ার্কশপ ডিবেটিং সোসাইটির সভাপতি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ এর সভাপতিত্বে গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রাম এর সহকারী সম্পাদক রিদোয়ান আলম আদনান এবং দি ডেইলী সান এর স্টাফ করেসপনডেন্ট ইয়াসির সিলমী। আইন বিভাগের প্রভাষক রিদোয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে বিভিন্ন বিভাগের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ধীমান বড়–য়া, ডিবেটিং সোসাইটির সদস্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শুভাশীষ ঘোষ, ইংরেজী বিভাগের প্রভাষক ঝিনুফার ইয়াছমিন প্রমুখ। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিতর্ক এমন একটি শিল্প যা এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বক্তৃতা বিতর্কের বাচনভঙ্গী এবং যুক্তিতর্ক যদি সুন্দর না হয় তাহলে সে বিতর্ক শ্রæতিমধুর হয়না। তাই বিতর্কের বিভিন্ন মাধ্যম সম্বন্ধে যাতে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা জানতে পারে এবং একজন ভাল বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য আজকের এই ওয়ার্কশপ অনেক সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। প্রধান অতিথি অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি