বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে উইন্টার টেক ফেস্ট

12

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং এলাইড কম্পিউটার স্ট্রীম এর সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী উইন্টার টেক ফেস্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশা এর সঞ্চালনায় বক্তব্য দেন উইন্টার টেক ফেস্ট প্রোগ্রাম-২০২২ এর আহব্বায়ক শুভাশীষ ঘোষ, এসিএস এর ভিপি আবদুল্লাহ আল নাসের।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, তিন দিনব্যাপী এই উইন্টার টেক ফেস্ট এর মাধ্যমে আয়োজিত বিভিন্ন সেমিনার ওয়ার্কসপ এর মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ আইটি বিষয়ে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে। আধুনিক এবং প্রতিযোগিতাশীল এই পৃথিবীতে কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররা পৃথিবীর উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করছে। আমি আশা করছি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দ্বিতীয় পর্বে ‘Basic Data Structure and Algorithm’ শীর্ষক ওয়ার্কসপে ট্রেনার হিসেবে বক্তব্য দেন Encoders.Tech, New Jersey.USA এর সিনিয়র এনড্রয়েড ও আইওএস ডেভেলপার জনাব পরাগ পাল। বিজ্ঞপ্তি