বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

56

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জানুয়ারী-জুন ২০২০ সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৭ জানুয়ারি চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশান প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোঃ গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক রানা করণ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মোঃ সরওয়ার উদ্দীন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নানজনী আক্তার। ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ কোরআন তেলাওয়াত করেন আইন বিভাগের ৫ম সেমিষ্টারের ছাত্র আবদুল্লাহ আল কাফি, গীতা পাঠ করেন ইংরেজী বিভাগের ৭ম সেমিষ্টারের ছাত্রী তুলি চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন বিবিএ ৮ম সেমিষ্টারের ছাত্র তাপস বড়–য়া, বর্তমান ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই ৮ম সেমিষ্টারের ছাত্র মোঃ পারভেজ, আইন বিভাগের ৬ষ্ট সেমিষ্ঠারের ছাত্রী শামীমা কাউসার, ফার্মেসী বিভাগের ৭ম সেমিষ্ঠারের ছাত্র নিলয় দাশ, নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের ছাত্র মোঃ ইমরান। ওরিয়েন্টেশান প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পীকার প্রফেসর ড. মোঃ গোলাম রহমান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান ও মুক্ত বুদ্ধি চর্চার একটি বিরাট সুযোগ এ সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। একটি জাতি যখন নৈতিক গুনাবলী, জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিকে সমন্বয় করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তখন সে জাতিই সমৃদ্ধ জাতিতে পরিণত হতে পারে। তোমাদের মধ্যে যেমন রয়েছে অমিত সম্ভাবনা তেমনি রয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জকে অতিক্রম করে তোমাদেরকে একবিংশ শতাব্দীর নতুন ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। পৃথিবীতে বাংলাদেশ এখন আর দরিদ্র রাষ্ট্র নয়। বিশ্ব সুচকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দুর এগিয়েছে। বিজিসি ট্রাস্ট তাই অত্র অঞ্চলের মানুষের দুয়ারে শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে কাজ করছে আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি