বাহোপের বক্ষব্যাধি চিকিৎসায় হোমিওপ্যাথি শীর্ষক সেমিনার

156

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা আয়োজিত ‘বক্ষব্যাধি রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথিক প্রতিবিধান’ বিষয়ক বিজ্ঞান সেমিনার বাহোপ জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে চকবাজার বিজ্ঞান পরিষদ ভবনে ২১ জুন শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। বাহোপ চট্টগ্রাম জেলা সম্পাদক প্রভাষক ডা. মো. এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ চট্টগ্রাম জেলা উপদেষ্টা কমিটির সদস্য ডা. মোহাম্মদ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ডা. আবদুর রহমান, ডা. সাধন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক ডা. এম. এ গণি, যুগ্ম-সম্পাদক ডা. এস. এম. রবিউল হোসাইন, ডা. রতন কুমার বণিক, ডা. আবদুল হালিম, ডা. ইয়াদুল রিফাত, ডা. আবদুল কাদের। সেমিনারের আলোচনায় আরো অংশ নেন অধ্যক্ষ ডা. পি.সি সাহা, ডা. শিপ্রা মহাজন, ডা. অমিতা দেবী, ডা. মঞ্জুশ্রী চৌধুরী, ডা. বাদল কান্তি চৌধুরী, ডা. তাপস কুমার নাথ, ডা. আবু সাঈদ, ডা. মোহাম্মদ আবদুর রাজ্জাক, ডা. সরোজ কান্তি রায়, ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. রবিউল ইসলাম, ডা. সেলিনা বেগম, ডা. নুরুল মোস্তফা প্রমুখ। সেমিনারে আলোচকবৃন্দ বলেন, হোমিওপ্যাথি মানব জাতির জন্য আশির্বাদ স্বরূপ। এটি একটি আধুনিক ও প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান ও আরোগ্য কলা। বিজ্ঞান দর্শনের চূড়ান্ত সিড়ি অতিক্রম করে পরিপূর্ণ নিয়মতান্ত্রিকতার বৈশিষ্ট্যের উপর অধিষ্ঠিত থেকে বক্ষব্যধিসহ নতুন, পুরাতন, জটিল ও দূরারোগ্য রোগী চিকিৎসা দিকে সক্ষম হোমিওপ্যাথি। বিজ্ঞপ্তি