বাগীশ্বরী সংগীতালয়ের উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান

66

৮মানবজীবনের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত মানবজীবনকে পরিশীলিত করে। শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে গত ৩১ মে শুক্রবার সন্ধ্যায় রহমতগঞ্জস্থ ইসলাম টাওয়ারে বাংলাদেশের কিংবদন্তী শিল্পী সুর সাধক সুবীর নন্দীকে উৎসর্গীত বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রম-২ এ উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানে সংস্কৃতিকর্মী ডা. আশীষ চৌধুরী’র সভাপতিত্বে টিভি ও বেতারশিল্পী সঙ্গীতালয়ের পরিচালক রিষু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন রাউজানস্থ নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিজয় ল²ী দেবী, রাউজান সরকারী কলেজের প্রভাষক দীপন দাশ, রাউজান সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. সুপন বিশ্বাস, সংস্কৃতিকর্মী সুখরঞ্জন নাথ। এতে আরো বক্তব্য রাখেন সংগীতালয়ের কার্যকরী সভাপতি কৈলাস বিহারী সেন, সহকারী সম্পাদক প্রকৌশলী সুমন সেন, সাংগঠনিক সম্পাদক যীশু সেন প্রমুখ। বক্তারা বলেন সংগীতকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিভাবান শিল্পী সৃষ্টি বাগীশ্বরী সংগীতালয় প্রাণপন প্রচেষ্টার সত্যিই প্রশংসার দাবীদার এবং শুদ্ধ সংগীত চর্চার ক্ষেত্রে বাগীশ্বরী সংগীতালয় অনুকরণীয়। প্রতিভা অন্বেষণ কার্যক্রম-২এ উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন প্রতিভাবান শিল্পীদের গান শুনতে পারি তেমনি শিক্ষানবীশ শিল্পীরা শুদ্ধভাবে সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠে। শুদ্ধ সঙ্গীত চর্চা ও ভালো মানের সঙ্গীত শিল্পী সৃষ্টিতে বাগীশ্বরী সংগীতালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মানুষের মাঝে মানবিক মূল্যবোধ সৃষ্টি সঙ্গীতের গুরুত্বের কথা তুলে ধরেন। প্রতিভা অন্বেষণ কার্যক্রম-২ এর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রিমন সাহার কণ্ঠে বন্দীশ বড় খ্যাল বারিবেগুমানন করিয়ে সজনী … (একতাল), মধ্যলয়-জা জারে অপনে মন্দির বা … (ত্রিতাল), নজরুল সঙ্গীত ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে, আধুনিক গান তুমি কী এখন দেখেছ স্বপন…।’ শিল্পী জয়দীপ চৌধুরী আকাশের কণ্ঠে বন্দীশ বড় খ্যাল রামচরণ সুখ দাঈ (একতাল), মধ্যলয় সাজন মোরে ঘর আয়ে … (ত্রিতাল), নজরুল সঙ্গীত নিশী নিঝুম ঘুম নাহি আসে, আধুনিক গান পাহাড়ের কান্না দেখে, যন্ত্রে সহযোগিতা করেন তবলায়-ছোটন চক্রবর্তী ও পলাশ দে, তানপুরায় অমি চক্রবর্তী ও পৃথুলা বিশ্বাস, এুস্রাজ রামকৃষ্ণ চক্রবর্তী, হারমোনিয়ামে সানি ধর ও বিজয় দেবনাথ। সমগ্র সংগীতানুষ্ঠানে শিল্পী, কলাকুশলী ও সংগঠনের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেনো সঙ্গীত প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। বিজ্ঞপ্তি

বংশী শিল্পকলা একাডেমির
গুণিজন সংবর্ধনা আজ
বংশী শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের বর্ষ সমাপনী পরীক্ষা-১৮ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১২ জুন বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উদ্বোধক থাকবেন কবি অরম্নণ দাশগুপ্ত। প্রধান বক্তা থাকবেন অ্যাডভোকেট চন্দন তালুকদার। অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য, সাংবাদিক অনুপম চৌধুরী ও মিল্টন দাশগুপ্ত। এতে সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি