বাগীশিক মহানগর সংসদের শপথগ্রহণ

61

গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহানগর সংসদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৭ মার্চ নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত হলে অনুষ্ঠানের আহবায়ক তপন কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সনজয় চক্রবর্ত্তী মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান উপদেষ্টা সমাজহিতৈষী অজয় কৃষ্ণ দাশ মজুমদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। নবগঠিত বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদ (২০১৮-২১) এর কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা আশুতোষ সরকার, প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, দিলীপ দাশ, পৃষ্টপোষক উত্তম মহাজন নব, স্বপন সাহা, উপদেষ্টা সুকুমার দাশ, সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাবেক সভাপতি নিখিল রঞ্জন রায়, কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অঞ্জন দাশ, উত্তর জেলা সংসদের সহ-সভাপতি শুভাশীষ চৌধুরী, যুগ্ম সম্পাদক শিবু চন্দ্র দাশ, বাগীশিক কোতোয়ালী প্রধান উপদেষ্টা মানিক চন্দ্র বৈদ্য, বাকলিয়া সংসদের সভাপতি তুষার মজুমদার, ডবলমুরিং সংসদের সভাপতি অরুণ চন্দ্র দে, চকবাজার সংসদের সভাপতি অনিল কুমার আচার্য্য, পাহাড়তলী সংসদের সভাপতি মাষ্টার অনজন মহাজন, পতেঙ্গা সংসদের সভাপতি লিটন চৌধুরী, বাকলিয়া সংসদের সাধারণ সম্পাদক সুজন দত্ত, চকবাজার সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, নারী সংগঠক পম্পী দাশ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বাগীশিক জীবন সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন অভয়মিত্র মহাশ্মশান গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি