বাকলিয়া শহীদ এন.এম.এম.জে কলেজে অভিভাবক সমাবেশ

58

নগরীর বাকলিয়া শহীদ এন.এম.এম.জে.ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ সম্প্রতি কলেজ অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সম্মানিত সদস্য জাকের হোসেন ও মো. ছৈয়দ। অধ্যাপক আবদুল আলিম আজাদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, বাকলিয়া থানার এস.আই. মোঃ জামাল উদ্দীন। অভিভাবকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন শাহেদুল আলম বেলাল, জনাব মো. আসাদুল হাসান, জনাব মো. সেলিম, জনাব মো. ফৌজুল করিম খান, জনাব রাবেয়া বসরি বকুল ও জনাব মো. ফোরকান প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র অভিভাবক সদস্য জনাব মো. নজরুল ইসলাম, অধ্যাপক খোন্দকার সাদেক মাহমুদ, আশীষ দস্তিদার ও প্রভাষক মো. বদরুদ্দোজা প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ আবদুল মালেক অভিভাবকদেরকে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে অধিকতর মনোযোগী হওয়ার জন্য আহব্বান জানান। শিক্ষার্থীরা যেন নিয়মিত কলেজে আসে এবং ক্লাস শেষে বাসায় গিয়ে পড়ালেখায় মনোযোগী হয় সে ব্যাপারে অভিভাবকবৃন্দ যাতে যত্নবান হন সে ব্যাপারে গুরুত্বারোপ করেন। বাকলিয়া থানার কর্মকর্তা জনাব মোঃ জামাল উদ্দীন তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে কলেজে যাতায়াত করতে পারে তার আশ্বাস দেন। অভিভাবকবৃন্দ তাঁদের বক্ত্যবে কলেজের এই রকম উদ্যোগের জন্য কলেজ গভর্নিং বডি, অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের প্রতি অধিকতর যত্নশীল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি