বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদে বিজ্ঞান সেমিনার

83

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা এর আয়োজনে বিজ্ঞান সেমিনার, আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি ও বাহোপ কেন্দ্রিয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্য এর সভাপতিত্বে গত ১৯ জুলাই শুক্রবার বিকেল ৩ ঘটিকায় চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ডা. মোহাম্মদ আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রিয় নেতা ডা. সাধন চন্দ্র পাল। বিজ্ঞান সেমিনারে গবেষণাধর্মী মূল প্রবন্ধ “বন্ধ্যাত্ব জটিলত্য়া হোমিওপ্যাথিক প্রতিবিধান” উপস্থাপন করেন ডা. তানজিনা জাফরিন তানিয়া। বিশেষ অতিথি ছিলেন বাহোপ জেলা সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, ডা. এম এ গণি, ডা. এস এম রবিউল হোসাইন, ডা. এম এ বশার, ডা. কাবেরী দাশ। বিজ্ঞপ্তি