বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির বার্ষিক সাধারণ সভা

58

বাংলাদেশ এস্ট্রলর্জাস সোসাইটি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি ড. মুহাম্মদ আনিসুল হকের সভাপতিত্বে ও মহাসচিব ড. শ্রীরাম আচার্য্যরে পরিচালনায় গতকাল ২৩ জুন অনুষ্ঠিত হয়। শুরুতে প্রয়াত সকল নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহর্ষী পÐিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি ড. জি কিবরিয়া, ড. চিত্তরঞ্জন আচার্য্য, ড. আনন্দ চন্দ্র বাউল, সংবর্ধিত অতিথি ছিলেন মিয়া মুহাম্মদ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইকবাল মাহমুদ ডিজি, শিক্ষক মিলন কুমার চক্রবর্ত্তী, এস.এম. রাকিব হাসান, প্রবোধ চক্রবর্ত্তী, চয়ন আচার্য্য, মাহমুদ আব্বাস, এস.এম. জাহিদ, বিশ্বজিৎ হালদার, মিল্টন বাড়ৈ, ফকির ইয়াসির আরাফাত মেহেদী, শেখ টুটুল, বিউটি রাণী দেবী, বিজয় শর্ম্মা, এস.কে আচার্য্য শ্যামল, দুলাল আচার্য্য, মিন্টু শর্ম্মা, আর.কে মুহুরী, শিবপ্রসাদ মিশ্র, চন্দ্ররাজ আচার্য্য, তাপস আচার্র্য্য, কানুরাম শর্ম্মা, অভিজিৎ ভট্টাচার্য্য, সুজিত আচার্য্য, আবু কাইয়ুম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশিষ্ট সংগঠক মিয়া মুহাম্মদ মুজিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

গ্রাম পর্যায়ে রবীন্দ্রচর্চার উদ্যোগ নিতে হবে’

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ২০২০Ñ২১ উদ্যাপনে ২০১৪ সাল হতে শুরু হওয়া কর্মসূচি ২০২১ সাল পর্যন্ত চলবে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই১৯’র শেষের দিকে চট্টগ্রামে তিনদিনব্যাপী বিভাগীয় রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনকে চেয়ারম্যান ও অরুণ চন্দ্র বণিককে মহাসচিব করে ১৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ২০ জুন সকাল ১১টায় কমিটির কো-চেয়ারম্যান, আহŸায়ক অভ্যর্থনা ও যোগাযোগ উপ-পরিষদের আহŸায়ক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক মহোদয়ের দামপাড়াস্থ অফিসে মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে তিনি বলেন, গ্রাম পর্যায়ে রবীন্দ্র চর্চার উদ্যোগ খুব সুন্দর এবং সকলের এ বিষয়ে সহযোগিতা করা উচিত। মতবিনিময়কালে সম্মেলন পরিষদের মহাসচিব অরুণ চন্দ্র বণিক তাঁকে বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন। এই সময় অধ্যাপক বনি গোমেজ, সজল দাশগুপ্ত, লোকমান হাকিম ও পূর্ণিমা চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি