বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে প্রস্তুত শ্রীলঙ্কা

17

করোনা ভাইরাস পরিস্থিতি কাটিয়ে আগামী জুলাই মাসে নিজ দেশে ক্রিকেট ফেরাতে চায় শ্রীলঙ্কা। আর সেই মাসেই বাংলাদেশ ও ভারতকে নিয়ে আলাদাভাবে সিরিজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
যদিও বিসিসিআই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত সফর করার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি। কেননা কোভিড-১৯ এর কারণে ভবিষ্যতে কোনো দেশে সফর করলেও একটি নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকার বিষয় সামনে এসে যায়। কিন্তু বছরের মাঝের এই সময়ে লঙ্কানরা সিরিজ আয়োজনের ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখবে বলে জানা যায়। কেননা দেশটিতে মাত্র ৫০০ করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ক্রিকইনফোকে বলেন, ‘আমরা ভারত ও বাংলাদেশের বোর্ডের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। আশা করি সিরিজগুলো বাতিল হবে না।’
এদিকে ক্রিকইনফোকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের আসলে বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া দু’দেশের কোয়ারেন্টিন অবস্থাও জানতে হবে। আমরা তাদের সঙ্গে আলোচনার মধ্যে আছি, ফলে সবকিছুই খেলা সংক্রান্ত বিষয় ঘিরে হচ্ছে। আমাদের ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপারেও জানতে হবে। খেলোয়াড়রা অনুশীলনে যাবে। তবে এই সফর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে।’ আগামী জুনের শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে ভারতের। অন্যদিকে বাংলাদেশের তিনটি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে। যেখানে এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।