বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে

13

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ১৯৭১ সালে বাংলার স্বাধীনতার জন্য পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিল তাদের অনেকেই আজ আমাদের কাছ থেকে পরপারে চলে গেছে। আর যারা বেঁেচ আছেন তাদের বয়সও সত্তরের উর্ধ্বে, এদের আয়ুস্কাল ও নিশ্বেষের পর্যায়ে। এই বীর মুক্তিযদ্ধোদের অবদানের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করা এবং এদের আত্মত্যাগের ঘটনাবলী নতুন প্রজন্মকে জানানো সময়ের দাবী। মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কোন দেশে বারবার হয় না, আবার কেউ মুক্তিযোদ্ধা হতে চাইলেও তা সম্ভব নয়। এজন্য মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের নানা ভাবে মূল্যায়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান একটি যুগান্তকারী উদ্যোগ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গত বৃহস্পতিবার অপরাহ্নে মহানগর মুুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহম্মদ ও চট্টগ্রাম জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার এ.কে.এম আলাউদ্দিনের নেতৃত্বে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড প্রদান করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। মেয়র আরো বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা দেখিয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কতৃজ্ঞতা জানাতে জনসভায় উপস্থিত থাকার জন্য নগর ও জেলার সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।