বন্দর-ইপিজেড-পতেঙ্গা থানা জাসদের যৌথ সভা

60

গত ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় দক্ষিণ-মধ্যম হালিশহরস্থ সবুজ-সাথী আইডিয়াল স্কুল মিলনায়তনে বন্দর-ইপিজেড-পতেঙ্গা থানা জাসদের যৌথ উদ্যোগে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বন্দর থানা জাসদের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরিফ, পতেঙ্গা থানা জাসদের সভাপতি হাজী সোলায়মান, ইপিজেড থানা জাসদের সভাপতি হাজী কামাল, চট্টগ্রাম জেলা শ্রমিক জোটের আহব্বায়ক বোধিপাল বড়ুয়া, বন্দর থানা জাসদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জাসদ নেতা আবদুল হাই, মোহাম্মদ হাসান, আবুল কালাম, মোহাম্মদ জাবেদ, যুবজোট নেতা জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি তুষার বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী’র দূর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃক সমস্ত দূর্নীতিবাজদের ব্যাপারে তদন্ত ও দোষী প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি বলেন, হালিশহর পতেঙ্গার যানজটের ব্যাপারে কর্তৃপক্ষ নির্বিকার এবং অবিলম্বে সমস্ত কন্টেইনার টার্মিনাল ইয়ার্ড বন্দর পতেঙ্গা থেকে সরিয়ে নেওয়ার জোর দাবি করেন। তিনি আরো বলেন, হালিশহর-পতেঙ্গায় কোনো সরকারি হাসপাতাল না থাকাতে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং অবিলম্বে একটি সরকারি হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে মানুষের দূর্ভোগের অবসান করার আহব্বান জানান। সভায় অন্যান্য বক্তারা সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি