বঙ্গবন্ধুরূপে হাজির হচ্ছেন কৌশিক সেন

139

২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে সরকার। যার অনেকটা অংশ জুড়ে থাকছে সাংস্কৃতিক আয়োজন। আর এতে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে থাকছেন ভারতের অনেকেই। যার একটি গুরুত্বপূর্ণ পর্বে হাজির হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। তবে সরাসরি নয়, তাকে দেখা যাবে বঙ্গবন্ধুরূপে অনুষ্ঠানস্থলের বড় পর্দায়। মূলত তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে ত্রিমাত্রিক এই আয়োজনে অংশ নেবেন।
২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তাতে ২০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরূপে পর্দায় দেখা যাবে কলকাতার জনপ্রিয় এই অভিনেতাকে। যেখানে তিনি পড়ে শোনাবেন ৭ মার্চের ভাষণ। কৌশিক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটা একটি হলোগ্রাফিক কাজ। প্রযুক্তিগতভাবে আমার কাছে যা সবসময় জটিল লাগে। তবে আশার কথা হচ্ছে, এটি পরিচালনা করছেন অ্যাডাম ডোনেন। তার প্রসঙ্গে কাছ থেকে জানাটা আমার জন্য সেরা অভিজ্ঞতার একটি। ইউরোপে তিনি বেশ কিছু কাজ করেছেন। আশা করছি এটাও অনবদ্য হবে।’ গেল সপ্তাহে এই কাজের জন্য কলকাতা থেকে যুক্তরাজ্যে উড়ে যান কৌশিক সেন। কৌশিক স¤প্রতি কাজ শুরু করেছেন কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনীতে’। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এদিকে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। শ্যাম বেনেগাল এ চলচ্চিত্রটি (বায়োপিক) পরিচালনা করবেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশ সরকার তথ্যচিত্রসহ বেশ কিছু কাজ করছে।