প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়তে হবে

81

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একক ছাত্র সাংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, ছাত্ররাজনীতির গৌরবময় সেই সোনালী অধ্যায় আজ ইতিহাসের পাতায়। পেশীশক্তি ও লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি এজন্য দায়ী। এমতাবস্থায় দেশের ভবিষ্যতের স্বার্থে ছাত্রদেরকে গঠনমূলক ছাত্ররাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়তে হবে। গত ২৮ আগস্ট সকালে নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেনে যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুন্নীয়তের প্রচার-প্রসারে জামেয়া একটি মজবুত দূর্গ। জামেয়ার মেধাবী ছাত্ররাই এই দূর্গের কার্যক্রম আরো বহুগুণে বেগবান করবে। যুল-ইয়ামিন সভাপতি ছাত্রনেতা হাফেয মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন যুল-ইয়ামিনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম তুহিন।সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আ ল ম হুমাইর কাইসানের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাদা নিজামুল করিম সুজন, মুহাম্মদ আফাজ উদ্দিন শাকিল। বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আব্দুল কাদের জাওয়াদ সহ যুল-ইয়ামিন নেতৃবৃন্দ। কর্মশালায় যুল-ইয়ামিন কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাত্রসেনা যুল-ইয়ামিন শাখার অনুগামী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি