প্রশিকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

189

গত ১৩ জুলাই শনিবার চট্টগ্রামের প্রশিকা সাগরিকা উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. ওয়াসিমুন নেওয়াজের সঞ্চালনায় ২০১৯ সালে এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ২০১৮-২০১৯ইং অর্থ বছরের কাজের সাফল্যের জন্য কর্মীদের প্রণোদনা প্রদান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক জনাব আনোয়ারুল ফারুক, বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার, এলাকা ব্যবস্থাপক, মিজানুর রহমান, রাখাল চন্দ্র সরকার, মো. ওয়াসিমুন নেওয়াজ, শাখা ব্যবস্থাপক, মো. শহীদ আলী, ছালমা আক্তার, জাহাঙ্গীর আলম, সাকিনা বেগম, সহ সকল পর্যায়ের কর্মীবৃন্দ। সভায় প্রশিকায় কর্মরত কর্মীদের ৭জন সন্তানকে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সম্মানণা প্রদান করা হয়। এরা হলেন, আফিফা তাবাস্সুম প্রমিতি, তৌফিক রহমান তামিম, জেবা তাহসিন কথামনি, রিফাহ্ তাসপিয়া মাহি, অর্পিতা দেবী, শর্মী চৌধুরী, তনুশ্রী বড়–য়া তুন্না। এছাড়া ২০১৮-২০১৯ইং অর্থ বছরে কাজের সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়্ এরা হলেন, মোঃ আনিস্জ্জুামান, মোঃ দুলাল উদ্দিন, ও স্বপন সুত্রধর। এছাড়াও ২০১৮-২০১৯ইং অর্থ বছরের কাজের অভাবনীয় সাফল্যের স্বীকৃত স্বরূপ ব্যবস্থাপক ও কর্মীদের প্রণোদনা দেয়া হয়। এরা হলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ওয়াসিমুন নেওয়াজ, শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, কর্মী মোঃ আনিসুজ্জামান, কামাল হোসেন, শাহনাজ পারভীন, স্বপন সূত্রধর, মোঃ দুলাল উদ্দিন, নার্গিস আক্তার ও রঞ্জিতা রায়। সভায় প্রশিকার উত্তোরোত্তর সাফল্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি