পেরেন্টস্ কেয়ার স্কুলে ফুলগাছের চারা বিতরণ

29

চট্টগ্রামস্থ চকবাজারস্থ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজে নতুন আংগিকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ৫ জানুয়ারি দৈনিক পাঠ্যসূচির পাশাপাশি শিক্ষা জীবন শুরুতে শিশুদের মাঝে ফুলের প্রতি আকর্ষণ ও সবুজায়নে আগ্রহ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ ফুল গাছ রোপন ও ফুল গাছ সম্পর্কে তথ্য দিয়ে শিশুদের মনে রেখাপাত সৃষ্টি ও ছাত্র-ছাত্রীদের ফুল বিষয়ক নানা তথ্য উপস্থাপন করা হয়। শিশুদের মাঝে ফুলের চারা প্রদর্শনীর মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবুজায়ন শুধু সৌন্দর্য্যরে বিষয় নয়, মানব জীবনের অক্সিজেন প্রাপ্তির অন্যতম একটি মাধ্যমও। এটি জীবন রক্ষার পাশাপাশি সুন্দর পরিবেশ ও নগরায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কোমল শিশুদের মনকে উৎফুল­ করে তুলে। ফুলের চারা বিতরণকালে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জহরলাল ভট্টাচার্য, পরিচালক এডভোকেট ডা. মো. ছমি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা ডা. এম এ ফজল, শিক্ষক এন এইচ নিরব, জালাল উদ্দিন কাউছার সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি