পেনশনের টাকা জমিয়ে টেস্ট দেখতে ভারতে মুক্তিযোদ্ধা

53

পাকিস্তানের জলিল চাচাকে সবাই চেনে। এমনকি ভারতে শচীনভক্ত সুধীরকেও চেনে না এমন কেউ নেই। বাংলাদেশের তেমন পরিচিত মুখ গড়ে উঠেছে। টাইগার মিলন কিংবা শোয়েব এখন গ্যালারিতে বেশ পরিচিত মুখ। বিশ্বের যেখানেই বাংলাদেশ খেলতে যাক না কেন, বাঘের চামড়ার আদলে পোশাক বানিয়ে, জাতীয় পতাকা হাতে টাইগার মিলন কিংবা শোয়েবের উপস্থিতি সেখানে যেন অবধারিত। তবে এবার ইন্দোরে নতুন এক বাংলাদেশি ক্রিকেটের ভক্তের দেখা মিলল। ৮১ বছর বয়সী নুর বক্স যেন হার মানালেন সেই জলিল চাচা, সুধীর কিংবা টাইগার মিলনদের। কারও কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে নয় কিংবা কারও স্পন্সরেও নয়- নুর বক্স ইন্দোরের হলকার স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে গেলেন সম্পূর্ণ নিজ খরচে। ৮১ বছর বয়সী এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার যে অনেক টাকা-পয়সা তাও নয়।
বাংলাদেশের ক্রিকেটের কঠিন এই ভক্ত ভারতে গিয়ে মুশফিক-মুমিনুলদের খেলা দেখার জন্য জমিয়েছেন নিজের পেনশনের টাকা। পেনশনের টাকা এবং অন্যান্য যত জমানো টাকা ছিল, সেগুলো সম্বল করেই ইন্দোরে হাজির হন নুর বক্স। গায়ে জড়ানো একটি সবুজ রঙের সোয়েটার। পেছনে লেখা, ‘ডেডলি টাইগার্স’, মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে, হাতে একটি একতারা নিয়ে লোকসঙ্গীত গাইতে গাইতে হলকার স্টেডিয়ামের প্রবেশপথে হাজির হন মুক্তিযোদ্ধ নুর বক্স। তার বেশভুষা এবং হাতে একতারা ও গান শুনে সবাই থমকে দাঁড়ায়। জানতে চায়, কে ইনি। বাংলাদেশের কোন পাগলভক্ত, এভাবে চলে এলেন ভারতের ইন্দোরে। শুধু এই সিরিজেই নয়, মুক্তিযোদ্ধা নুর বক্স ভ্রমণ করতে পছন্দ করেন। ১৫ বছর ধরেই ভ্রমণ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়।