পুলিশ-জনতা মিলে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে হবে

43

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র বায়েজীদ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা বলেন, পুলিশ জনতা কাঁধে কাদ মিলিয়ে এক হয়ে সমাজ হতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জঙ্গি ও অপরাজনৈতিক শক্তিকে নির্মূল করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ খুলশী থানা উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে দিবসের ৫ম দিনে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যে এ হুশিয়ারী ব্যক্ত করেন। ৩১ জানুয়ারি সকাল ১১ টায় খুলশী থানা অফিসার ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন’র নেতৃত্বে ও সেকেন্ড অফিসার মোঃ নুর উদ্দিনের তত্ত্বাবধানে খুলশী থানাধীন চারটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর জনগণের স্বত্বফূর্ত অংশগ্রহণে থানা কম্পাউন্ড হতে এক বর্ণাঢ্য র‌্যালী জাকির হোসেন রোড, ওয়ালের্স মোড়, সেগুন বাগান, ঝাউতলা বাজার, ডিজেল কলোনী, বিজেএমই, ঝাউতলা রেলগেট হয়ে খুলশী থানা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন কাউন্সিলর মুক্তিযোদ্ধা এফ.এম কবির আহম্মদ মানিক। এসময় আরো বক্তব্য রাখেন, খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মোমিনুল হক, মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ূন কবির, খুলশী থানা কমিউনিটি পুলিশীং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কমিউনিটি পুলিশীং কমিটির সভাপতি মোঃ হায়দার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোঃ রাহাত হোসেন, নারী পুলিশ সদস্য কামরুন্নাহার পিংকি, রিক্তা খানম, এস.আই ফরিদ, এস.আই হীরন, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আবু বক্কর ছিদ্দিক, প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সমাজকর্মী, গণমাধ্যম কর্মী ও বিট পুলিশীং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি পুলিশীং কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে খুলশী থানা পুলিশের উদ্যোগে দক্ষিণ খুলশী ১নং রোডের সম্মুখে পুলিশ সেবাবুথ স্থাপন করা হয়। এখানে প্রতিদিন জনসাধারণ সেবাগ্রহণ করে তাৎক্ষণিক সেবা নিচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা চলবে। সেবাবুথে দায়িত্ব পালন করছেন এস.আই পারভীন আক্তার, এ.এস.আই মোঃ সাইফুল ইসলাম, নারী পুলিশ সদস্য শাহীনুর সুলতানা, লুৎফুর নেছা। বিজ্ঞপ্তি