পিসিবি-বিসিবি আলোচনা আগামী সপ্তায় পাকিস্তান সফর নিয়ে জটিলতা কাটেনি

37

পাকিস্তান সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন খবর হলো সরকারের নির্দেশনা অনুযায়ী, দীর্ঘদিন পাকিস্তানে অবস্থান করা যাবে না। ফলে চাইলেও পাকিস্তান সফরে এখন টেস্ট খেলা সম্ভব নয়। রোববার (১২ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির বোর্ড সভায় পাকিস্তান সফর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, চাইলেই পাকিস্তানে দীর্ঘদিন অবস্থান করা যাবে না। ফলে বলা যায় যে, এখন পাকিস্তানে টেস্ট খেলা সম্ভব না। শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিসিবি জানিয়েছিল যে, শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ সেখানে খেলে টেস্ট সিরিজ খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। পরে পিসিবি জানায়, টেস্ট সিরিজও তাদের মাটিতে খেলতে হবে। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকে। এরপরই পিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবিকে প্রস্তাব দেয়, একটি টেস্ট পাকিস্তানের মাটিতে খেলে আবার বিরতি দিয়ে আরও একটি টেস্ট খেলতে। টি-টোয়েন্টি সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে। কিন্তু এখনও এ নিয়ে ধোঁয়াশা কাটলো না।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, এই সপ্তাহেই আইসিসি সভার ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনা করবে বিসিবি ও পিসিবি। দুবাইয়ে এই সপ্তাহে অনুষ্ঠিত হবে আইসিসির গভর্নেন্স রিভিউ কমিটির সভা। সেখানেই বিষয়টি কোন দিকে যাচ্ছে তা জানা যাবে বলে পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। পিসিবি আরও জানিয়েছে, তারা চায় এই সফর নিয়ে বিসিবির সঙ্গে একটা সমঝোতায় আসতে। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ১৭ জানুয়ারি বিপিএল ফাইনাল দেখতে বাংলাদেশে আসতে পারেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সেখানেও এই সফর নিয়ে আলোচনার কথা ছিল।