পাড়া-মহল্লায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা

104

করোনা ভাইরাসের সংক্রমন রোধে অধিকতর জন সচেতনতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার রাস্তার মোড়ে, হাট-বাজারে পথচারী ও এলাকার রাস্তার গলিতে দোকানসমূহে কেনা কাটায় আগত সর্বসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান ও চলাচল এবং বিধি-নিষেধ মেনে জন সাধারনকে সচেতন করতে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে অবিরাম কাজ করে যাচ্ছে জেলা আনসার-ভিডিপি ও ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।
এছাড়াও বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট ও জোন অধিনায়ক, মহানগর আনসার দক্ষিণ জোন মহোদয়ের উদ্যোগে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার কাজে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে পথচারী, রিক্সা চালক, দোকান পাটে নিত্যপণ্য কেনা-কাটায় আগত জনসাধারনকে সচেতন করা ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে লিফলেট, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। বিশেষ করে বন্দর এলাকায়, বন্দর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জনাব রশিদ আহম্মদ, বন্দর আনসার ক্যাম্পের সমন্বয়ক, প্লাটুন কমান্ডার, মোঃ ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ক্যাম্পের আনসার কমান্ডার ও আনসার সদস্যগণ করোনা ভাইরাস সংক্রমন রোধে বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে জন সচেতনতায় কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়। করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তি