পাঠানটুলীতে সূর্যের হাসি সেবাকার্যক্রম পরিদর্শনে চিফ অব পার্টি জেমস্ গ্রিফিন

107

ইউএসআইডি’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত স্বাস্থ্য সেবার নন্দিত প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক মাদারবাড়ী ক্লিনিক পরিদর্শনে আসেন গত ২ মার্চ অ্যাডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ প্রকল্পের চিফ অব পার্টি মি. জেমস্্ গ্রিফিন, সূর্যের হাসি নেটওয়ার্কের চিফ অব ক্লিনিক অপারেশন আবদুল মতিন, অ্যাডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ প্রকল্পের ডাইরেক্টর অব কোয়ালিটি ডা. উম্মে হানি খন্দকার ও চট্টগ্রাম রিজিয়ন-এর রিজিওনাল ম্যানেজার তারিকুল হাসান। এ সময় পরিদর্শন টিমকে ক্লিনিকের সেবাকার্যক্রম বিষয়ে সবিশেষ অবহিত করেন পাঠানটুলীস্থ মাদারবাড়ী সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস। পরে পরিদর্শন টিম ক্লিনিকের বিভিন্ন কক্ষ ঘুরে সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন ও ক্লিনিকে সেবা গ্রহণে আগত কাষ্টমারদের সাথে সেবা বিনিময় নিয়ে সন্তুষ্টি যাচাই করেন এবং সেবা কার্যক্রমের প্রশংসা করেন। পরবর্তীতে ক্লিনিকের মেডিকেল টিমের সাথে পারফরম্যান্স অগ্রগতি বিষয়ে বৈঠককালে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সেবা কার্যক্রম আরো প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পরিদর্শন টিম। এ সময় মেডিকেল টিমে উপস্থিত ছিলেন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা, প্যারামেডিক পাপিয়া চৌধুরী, ল্যাব টেকনোলজিস্ট ভুবন কুমার দাশ, এডমিন উত্তম কুমার মালাকার, সিআরও নেলী বড়ূয়া প্রমুখ। বিজ্ঞপ্তি