পাওনা টাকা চেয়েও হেনস্থার শিকার রুমানা

31

লিগ শেষ হয়েছে এক বছরের বেশি। অর্ধেক পারিশ্রমিকও বুঝে পাননি শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা নারী ক্রিকেটাররা। লম্বা সময় পর সেই পারিশ্রমিক চেয়ে উল্টো গালিগালাজ শুনতে হয়েছে জাতীয় নারী দলের অধিনায়ক রুমানা আহমেদকে। এক মৌসুমে রুমানার ৭ লাখ টাকার চুক্তি হয়েছিল শেখ রাসেক ক্রীড়া চক্রের সঙ্গে। রুমানার অভিযোগ, তাকে পুরো টাকা দেওয়া হয়নি, উল্টো টাকার জন্য ফোন দেওয়ায় তাদের ম্যানেজার জাকির হোসেন গালি দিয়েছেন। তিনি বলেন, শুধু আমার না, আমার সাথে শায়লা ছিল, নাহিদা ছিল তাদেরও একই অবস্থা। শায়লা অর্ধেক পেয়েছে, বাকিটার জন্য তারাও ঘুরে ঘুরে ক্লান্ত। রুমানা অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।