পথশিশুদের খাবার বিতরণ করলো ইতিহাস চর্চা কেন্দ্র

60

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র-এর উদ্যোগে বর্তমানে করোনা মহামারীর কারনে চট্টগ্রাম নগরীতে অসহায় হয়ে পড়া গৃহ বন্দী দুস্থ অসহায় ২৭০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার এবং প্রতিদিনই নিয়মিত ভাবে সীমিত সংখ্যক ভবঘুরে বৃদ্ধ নর নারী এবং পথশিশুদের মাঝে আজ ৩৬ দিন যাবত ২৫৮০ জনকে ইতিহাসবিদ লেখক সোহেল মো. ফখরুদ-দীনের বাসায় রান্না করা খাবার বিতরন করেই চলেছেন। প্রতিদিন নগরীর বিভিন্ন পথে পথে এই খাবার বিতরন করেন ইতিহাস কর্মীরা। গত ২০মে দিনে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, জহির ব্রাদাস, মদিনা মসজিদ সড়ক, শুলকবহর লাকী ফার্মেসি এলাকায় অভুক্তদের মাঝে খাবার বিতরন করা হয়। খাদ্যবিতরন কালে উপস্থিত ছিলেন এই কর্মসুচীর উদ্যোক্তা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো.ফখরুদ-দীন, মানবতাবাদী মাওলানা রেজাউল করিম তালুকদার, সাংবাদিক ও আলোকচিত্রী সমীরন কান্তি পাল, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী প্রমুখ।