ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি বিভাগীয় শাখার সভা

106

নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এক সভা গত ২৩ ফেব্রূয়ারি রবিবার বিকেল ৪ টায় সংগঠনের সভাপতি ড. অধ্যক্ষ এ আর আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা অজয় কুমার বণিক, নির্বাহী সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, উপদেষ্টা স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সলিল আচার্য, বিপুল সরকার, সজল কান্তি চৌধুরী, প্রিয়তোষ আচার্য, পন্ডিত আশু চক্রবর্তী, পন্ডিত জয় আচার্য, পন্ডিত রাজু আচার্য, পন্ডিত তাপস কুমার আচার্য, পন্ডিত রনজিৎ কুমার আচার্য, পন্ডিত বিকাশ আচার্য, পন্ডিত শিবু কান্তি আচার্য, পন্ডিত হৃদয় আচার্য, পন্ডিত পলাশ কান্তি দাশ, পন্ডিত অয়ন আচার্য, রাজীব চন্দ্র দে, পন্ডিত টিকলু আচার্য, পন্ডিত কার্তিক আচার্য প্রমূখ। সভায় বক্তারা আসন্ন খুলনা আন্তর্জাতিক ২য় জ্যোতিষ সম্মেলনের প্রস্তুতি বিষয়ে আলোচনা, সম্মেলনের ফি বিষয়ক আলোচনা, মাসিক চাঁদা প্রদান প্রসঙ্গে, সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিশদ আলোচনা করা হয়। এসময় জ্যোতিষ শাস্ত্রের হস্তরেখা, যেই রত্ন, প্রাচ্যমত, পাশ্চ্যর্তমত, সংখ্যাতত্ব এইসব বিষয়ের উপর আগামী ২৬ ফেব্রূয়ারি ২০২০ ইং তারিখে সবাইকে সম্মেলনের স্মরনিকার জন্য লেখা প্রদান করার আহব্বান জানান। বিজ্ঞপ্তি