নেইমারকে অর্ধেক দামে ছেড়ে দিতে চায় পিএসজি!

21

রেকর্ড দামে দলবদলের নজির গড়েছিলেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছুটিয়ে আনতে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খরচ করেছিল ২২২ মিলিয়ন ইউরো।
তবে চোটাঘাতের কারণে অনেকটা সময় বাইরে কাটাতে কাটাতে এই নেইমারই এখন যেন হয়ে গেছেন পিএসজির বোঝা।
নেইমারকে ক্লাবে ফেরানোর আগ্রহ আছে বার্সেলোনার। বার্সার এই আগ্রহের সঙ্গে দামে মিলছিল না। পিএসজি যে চড়া মূল্য থেকে সরে আসেনি! তবে সর্বশেষ খবর অন্যরকম। পিএসজি নাকি নেইমারের মূল্য কমিয়ে দিয়েছে, শুধু কমায়নি। অর্ধেক করে দিয়েছে। কাতালান ভিত্তিক সংবাদপত্র ‘স্পোর্ট’ দাবি করছে এমনটাই।
খবর সত্যি হলে, এখন ১৮০ মিলিয়ন ইউরো হলেই নেইমারের দিকে হাত বাড়াতে পারবে ক্লাবগুলো।