নিলামে সাকিব-তামিমের সঙ্গী আরও ৪ টাইগার

23

ইংল্যান্ড বিশ্বকাপের সময় গ্যালারি ভর্তি করে প্রিয় দলকে সমর্থন দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি নজরে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। নিজেদের নতুন প্রযোজনা ‘১০০ বলের ক্রিকেট’কে জনপ্রিয় করার পরিকল্পনায় সেই বিষয়টি ভালো করেই মাথায় রেখেছে ইসিবি!
ইসিবির এক গবেষণার বরাতে খবর, তাদের ঘরোয়া টুর্নামেন্টেও কোনো বাংলাদেশির নাম থাকলে টিকেট বিক্রির চাহিদা থাকে আকাশচুম্বী। মাঠে-গ্যালারিতে থাকে উপচে পড়া উপস্থিতি। টেলিভিশনের সামনেও থাকে উৎসাহী সমর্থকদের জটলা। নতুন এক টুর্নামেন্টের জন্য যা হতে পারে বেশ আশাব্যঞ্জক। তাইতো বিপুল দর্শক টেনে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আয়োজনকে জনপ্রিয় করতে নিলাম তালিকায় ৬ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে ইসিবি।
২০ অক্টোবরের নিলামে হটকেক সাকিব আল হাসানের নাম থাকছে সেটা আগেই জানা ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ডের এই তালিকায় বাকি ১৬ জনের সঙ্গে থাকছে তার বন্ধু ও জাতীয় দল সতীর্থ তামিম ইকবালের নামও। নিলামে থাকাদের মধ্যে বাকি চার টাইগার হলেন- মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।