নার্সরাই রোগীদের সবচেয়ে বড় আপনজন

52

নার্সরা জীবন ও বিশ্বকে জয় করেন বলে মন্তব্য করেছেন ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড’ (আইএইচএল) এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেছেন, নার্স বা সেবিকা শব্দটি হাসপাতাল, চিকিৎসক ইত্যাদি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নার্সরাই রোগীদের বড় আপনজন। সেবিকাদের পরণের পোশাকটি যেমন সাদা, তেমনি মনের দিক থেকেও তারা সাদা মনের অধিকারী। গত ৫ মে রোববার বেলা ১১ টায় চট্টগ্রামের পাহাড়তলীস্থ সাড়ে আটশ কোটি টাকা ব্যায়ে বিশ্বমানের আধুনিক চিকিৎসা সুবিধার সমন্বয়ে সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন ৩৫০ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালে বিশ্ব নার্স দিবস-২০১৯ এর আলোচনা সভায় সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শত শত নার্স মোমবাতি প্রজ্বলন করে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সাথে নার্সরা জ্বলন্ত মোম হাতে নিয়ে সর্বোত্তম সেবা দেয়ার অঙ্গীকার করেন। নার্সদের এমন অঙ্গিকার করান হাসপাতালের এক্টিং সি.এন.ও ভারতীয় চিকিৎসক উমা সুত্রধর। সভায় নার্স দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন, হাসপাতালের কমিশনিং কনসালটেন্ট এড লি হ্যানসেন, হাসপাতালের পরিচালক (স্ট্রাটেজিক কোয়ালিটি এম.জি.টি) রিয়াজ হোসেন, হাসপাতালের ম্যানেজার (পি.আর.পি) এস.এ.সালাম, হাসপাতালের নার্সিং এডুকেশন ম্যানেজার অধ্যাপক ডা. আনিসুর রহমান ফরাজী, ম্যানেজার (মার্কেটিং এন্ড পাবলিক রিলেশন) শেখ আবদুস সালাম। এর আগে সকালে দিবসটি উপলক্ষে হাসপাতালে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। বলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন আইএইচএল এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। বিজ্ঞপ্তি