নবীন মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ২৫ জানুয়ারি

25

নবীন মেলার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাহিত্যও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারি শুত্রুবার শুরু হবে। প্রতিযোহিতার বিষয়- দেশের গান, পল্লীগীতি/লোকগীতি, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, নৃত্য (সাধারণ / উচ্চাঙ্গ), ছড়া গান, আধুনিক গান, আবৃৃত্তি (নির্ধারিত) ও চিত্রাংকন (জলরং / পেন্সিল স্কেচ)। প্রতিযোগিতা ৪টি বিভাগ যথা-বিভাগঃ ‘ক’ অনুর্ধ ৭ বৎসর ২য় শ্রেণি পর্যন্ত, বিভাগঃ ‘খ’ অনুর্ধ ১০ বৎসর ৪র্থ শ্রেণি পর্যন্ত, বিভাগঃ ‘গ’ অনুর্ধ ১২ বৎসর ৭ম শ্রেণি পর্যন্ত, বিভাগঃ ‘ঘ’ অনুর্ধ ১৬ বৎসর ১০ম শ্রেণি পর্যন্ত। সব বিভাগের প্রতিযোগিদের বয়স ও শ্রেণি প্রমাণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র এবং জন্ম সনদপত্র আবশ্যক।
প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা ফরম লাগবে। যে কোন প্রতিযোগি ৫টি বিষয়ে অংশ নিতে পারবে। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগিদের প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নবীন মেলা, ২৭ কে,বি, আব্দুস সাত্তার সড়ক, রহমতগঞ্জ, চট্টগ্রাম-এ যোগাযোগ করে আবেদন প্রত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি