নতুন প্রজন্মের মননে নৈতিকতা জাগ্রত করতে হবে

48

চট্টগ্রাম মহানগরী বসবাসরত সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ধর্মপুর সমিতি-চট্টগ্রামের উদ্যাগে সংগঠনের সভাপতি হাজী নুরুল কবির বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহউদ্দীন লিটন সঞ্চালনায় গত ৮ ফেব্রূয়ারি মোমিন রোডস্থ চট্টগ্রাম ফয়েজ নাহার মিলনায়তনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ মেধাচর্চা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুর রশিদ চৌধুরী, শোভনদন্ডী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদ হোসেন আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম.এ. ছফা চৌধুরী, হাটহাজারী কলেজের অধ্যাপক শেখ আবদুর নুর আনসারী, শিক্ষক সমিতির অন্যতম নেতা মোমিন হাজারী, সাইফুল ইসলাম, শিক্ষাবিদ অনিল ধর। বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা আবদুল গফুর, কামাল উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আব্বাস উদ্দিন চৌধুরী, এজাজুর রহমান এজাজ, আহমদ কবির প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, অধ্যায়নই ছাত্রদের প্রধান ধাপ। জাতীয় সংকট মোকাবেলায় সাংস্কৃতিক প্রজ্ঞা ধারণ ও সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বৃহত্তর ঐক্য গড়ে তুলে উন্নয়নের অগ্রগতির পথ সুগম করতে হবে। বাংলাদেশের মানুষ ধর্মবীরু ধর্মান্ধ নয়। আগামীতে ভবিষ্যৎ প্রজন্মকে জঙ্গিবাদ, মাদকমুক্ত, সুস্থ সমাজ বিনির্মাণের জন্য অভিভাবকদেরকে নৈতিকতা ও মননশীলতা সম্পন্ন শিক্ষা দেয়ার উদাত্ত আহব্বান জানান। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি