নজরুল ইসলাম এমপির সাথে চ্যানেল আর. এ’র মতবিনিময়

53

চট্টগ্রামের নন্দিত সৃজনশীল মিডিয়া হাউজ চ্যানেল আর.এ’র কর্মকর্তাবৃন্দ চন্দনাইশ চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীর সাথে তাঁর চট্টগ্রামস্থ দাপ্তরিক কার্যালয়ে গত ১২ মে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেন। এ সময় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীকে চ্যানেল আর.এ’র ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার চ্যানেল আর.এ’র কার্যক্রম সম্পর্কে সবিশেষ অবহিত করেন। চ্যানেল আর এ মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন এবং সহযোগিতা প্রদান করেন তাঁদের কর্ম ও জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে চন্দনাইশ থানার কুলালডেঙ্গা গ্রামের সমাজহিতৈষী সুধীর বিমল বিশ্বাস’র কর্ম ও জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র আলোকিত জীবন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীকে প্রদর্শন করা হয়। এসময় তিনি সমাজহিতৈষী সুধীর বিমল বিশ্বাস’র কর্ম ও জীবন নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকার প্রদান করেন। পরে সমাজহিতৈষী সুধীর বিমল বিশ্বাস’র পক্ষে তাঁরই জ্যৈষ্ঠ পুত্র সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীকে শুভেচ্ছা স্মারক ও তথ্যচিত্রের সিডি হাতে তুলে দেন। সাথে ছিলেন সমাজহিতৈষী সুধীর বিমল বিশ্বাস’র পুত্র
স্নেহাশীষ বিশ্বাস (টুনু) ও চ্যানেল আর.এ’র ক্রিয়েটিভ ডিরেক্টর নাদিম হোসাইন। অনুষ্ঠানে এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ মোজাফ্ফর আহমদ স্মারক গ্রন্থ সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী’র হাতে হস্তান্তর করেন তাঁরই দৌহিত্র শেখ রায়হান আনোয়ার। এ সময় সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে এবং নতুন প্রজন্মের মাঝে তাঁদের আদর্শ ছড়িয়ে দেয়ার চ্যানেল আর.এ’র উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন যুব সমাজকে সম্পৃক্ত করে সংস্কৃতির বিকাশে সৃজনশীল কাজ সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে এবং এ ধরনের সুন্দর ও মাঙ্গলিক কাজে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিজ্ঞপ্তি