ত্রিতরঙ্গের আবৃত্তিসন্ধ্যা ‘একা এবং একসঙ্গে’

86

গত ২০ জুলাই ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০ টায় পাঁচজন আবৃত্তি শিল্পীর একক পরিবেশনা নিয়ে ‘একা এবং একসঙ্গে’ শীর্ষক একটি মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আয়োজনটি উৎসর্গ করা হয় প্রয়াত গীতিকার, সংগীতশিল্পী নাট্যজন শান্তুনু বিশ্বাসের প্রতি। শিল্পীদের আবৃত্তি পরিবেশনার মাঝে ছিল আমন্ত্রিত অতিথিবৃন্দের কথামালা। কথামালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ও ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা ড. সাজিদ হোসেন, বিশিষ্ট নাট্যজন শুভ্রা বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মশরুর হোসেন। কথামালায় বক্তারা শান্তুনু বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পাশপাশি বর্তমান সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে আবৃত্তিশিল্পের অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, একটি সুস্থ মানসিকতা সম্পন্ন ও সমৃদ্ধ জাতি গড়ে তুলতে হলে সমাজে সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটকের মতো শিল্পগুলোর বিকাশ বৃদ্ধি করতে হবে। আবৃত্তি পরিবেশনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদের শান্তুনু মিত্র, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের তাজুল ইসলাম, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কঙ্কা দাশ, প্রমা চৌধুরী ও দীপা শীল। আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় ছিলো কবি হেলাল হাফিজ, সুব্রত পাল, শুভ দাশগুপ্ত, জয় গোস্বামী, সুবোধ সরকার, তারিক সুজাত, সলিল চৌধুরী, হাসান আল আবদুল্লাহ, জিয়া রায়হান, মুহাম্মদ মোজাম্মেল হোসেন, আল মাহমুদ, জয়দেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, আবু হেনা মোস্তফা কামালের কবিতা। শিল্পীরা তাদের পরিবেশনায় জননী-জন্মভূমি, সমাজ সংকট, প্রেম, দ্রোহ, বিপ্লবের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে মঞ্চে কবি জীবনানন্দ দাশের বৃন্দ আবৃত্তি পরিবেশনায় অংশ নেয় ত্রিতরঙ্গের সুজয় দে, জুহি সেনগুপ্তা, লিপি সেন, শান্তা দত্ত, আবু তৈয়ব। মঞ্চে বিশেষ সহযোগিতায় ছিলেন আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশিস্ রুদ্র। বিজ্ঞপ্তি