তৃণমূলে গরিবদের দোরগোড়ায় সুলভে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে

50

কাটিরহাট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং রাউজান ক্লাবের সহযোগিতায় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ চত্বরে দুইদিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ক্যাম্প গতকাল ২২ ফেব্রুয়ারি শুক্রবার সম্পন্ন হয়েছে। এছাড়া অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মীর মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশা কেবল মামুলি কোনো পেশা নয়। চিকিৎসাসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে হবে চিকিৎসকদেরকে। সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ সত্তে¡ও করুণ বাস্তবতা হচ্ছে চিকিৎসাসেবাকে এখনো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়নি।
২১ ফেব্রূয়ারি বৃহস্পতিবার চিকিৎসাসেবার প্রথম দিনে মেডিসিন, সার্জারি, স্ত্রী, শিশু, চর্ম, হৃদরোগ, হাড় ও জোড়া, ডায়াবেটিস, নাক, কান, গলা এবং ২২ ফেব্রুয়ারি শুক্রবার ফ্রি খতনা, কর্ণছেদন, চক্ষু ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান করা হয়। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দুই দিনে প্রায় দুই হাজার গরিব দুস্থ রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চিকিৎসাসেবা প্রদানে ছিলেন ডাঃ কিউ এম অহিদুল আলম, ডা. সোহেল মফিজ, ডা. শেখ সাহাব উদ্দিন আহমদ, ডা. ওমর ফারুক, ডা. মুহাম্মদ আতিকুল হক, ডা. মুরাদ চৌধুরী, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মুনিরুল ইসলাম রুবেল, ডা. মুহাম্মদ মইনুদ্দিন, ডা. এনামুল ইসলাম, ডা. রায়হানা ফেরদৌস, ডা. শাহাব উদ্দিন আরিফ, ডা. নিলীমা জাফরিন, ডা. নাজমুন্নিসা মিম, ডা. এজেড এম ফরমান উল্লাহ, ডা. ফারজানা নাসরিন প্রমুখ। বিজ্ঞপ্তি