‘ঢাকা ২০৪০ এর জন্য বহু সিনেমা ছেড়েছি’

30

কেমন হবে ভবিষ্যতের ঢাকা? এই প্রশ্নের উত্তর নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘ঢাকা ২০৪০’। ভবিষ্যৎ ঢাকার কাল্পনিক চিত্র পর্দায় তুলে ধরবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন। এতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, এবিএম সুমন, চিত্রনায়িকা নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এছাড়া সিনেমাটির পরিচালক দীপংকর দীপন, নায়ক বাপ্পি চৌধুরী, এবিএম সুমন, নায়িকা নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও প্রযোজক সনেট কুমার সাহাসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। মহরতে বাপ্পি চৌধুরী বলেন, ‘এত বড় একটা প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি, সেজন্য আমি অনেক আনন্দিত। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ভালো প্রজেক্টে কাজ করব। যে কাজটি দেখে মানুষ বলবেন, বাপ্পি অনেক ভালো একটি কাজ করে দেখিয়েছেন। অনেক ধরণের গল্পে কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু এখন এমন একটা গল্পে কাজ করছি, যে গল্পটা বাংলাদেশের মানুষ কখনই দেখেনি, সেটা হচ্ছে ‘ঢাকা ২০৪০’। এই সিনেমাটির মাধ্যমে মানুষ স্বপ্ন দেখতে শুরু করবে’। ‘দীপন দাদাকে ধন্যবাদ, তিনি আমাকে এই সিনেমাটির জন্য নির্বাচন করেছেন। এই সিনেমাটির জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। জীমে ঘাম ঝরাতে হয়েছে। এর জন্য অনেক সিনেমাও ছেড়েছি। মনে হয়েছে এটি করতে পারলে আমি আরও ভালো ভালো অনেক প্রজেক্টে হাত দিতে পারব। সেটাই চেষ্টা রয়েছে’, যোগ করেন ‘নায়ক’খ্যাত এই অভিনেতা।