‘ট্রাম্পের শরীরে নীতির কোনও হাড়ই নেই’

18

স্পোর্টস ডেস্ক
……………..
জর্জ ফ্লয়েডের হত্যায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র। শ্বেতাঙ্গ পুলিশের হাতে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গের নির্মম মৃত্যুতে আরেকবার বর্ণবৈষম্যের বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্বে। গণআন্দোলনে রূপ নেওয়া এই ইস্যুর আগে করোনাভাইরাস গ্রাস করে রেখেছিল যুক্তরাষ্ট্রকে। দুটো মিলিয়ে তৈরি হওয়া কঠিন পরিস্থিতি সামাল দেওয়া তো দূরে থাক, উল্টো বিভিন্ন পদক্ষেপে আগুনে আরও ঘি ঢেলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এ নিয়ে তার ওপর বেজায় চটেছেন যুক্তরাষ্ট্রের জনগণ। তাদেরই একজন মাইকেল ব্র্যাডলি। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার রীতিমত ধুয়ে দিয়েছেন ট্রাম্পকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘পুরোপুরি ফাঁকা’ উল্লেখ করে ব্যাডলি জানিয়েছেন ‘ট্রাম্পের শরীরে নীতির কোনও হাড়ই নেই’। গত সাড়ে তিন বছরে ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত ‘সাংঘর্ষিক’ ও ‘বাজে’ বলে মনে করেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর এটাকেই সঠিক সময় মনে করছেন জাতীয় দলের জার্সিতে ১৫১ ম্যাচ খেলা এই তারকা। মিডিয়া কনফারেন্স কলে টরেন্টো এফসি মিডফিল্ডার বলেছেন, ‘আমাদের এমন একজন প্রেসিডেন্ট, যিনি পুরোটাই ফাঁকা। তার শরীরে নীতির কোনও হাড়ই নেই। ট্রাম্পের আর প্রেসিডেন্ট থাকা চলবে না, এটা একেবারে পরিষ্কার।’