জয়ে শেষ ইয়ং স্টার ব্লুজ ও কোয়ালিটির সুপার ফোর পর্ব শুরু আজ

54

সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। শেষ দুই খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ব্লুজ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে ইয়ং স্টার ব্লুজ ৯০ রানে সিটি কর্পোরেশন গ্রিনকে এবং সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ওপিএ-কে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ালিটি স্পোর্টস। সিটি কর্পোরেশন গ্রিন ও ইয়ং স্টার বøুজের মধ্যকার খেলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ইয়ং স্টার ব্লুজ ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন শাহিন আলম। সাব্বির হোসেন করেন ৪১ রান। এছাড়া শাহাজাদা আবির ১৬, বাদশা ১৩, নেওয়াজ আমিরি ১৩, আরিফ ১৮ বেং হাসান মাহমুদ অপরাজিত ১৬ রান করেন। সিটি কর্পোরেশন গ্রিনের পক্ষে শাহিদুল, মতিউর ও জয়নাল আবেদীন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিটি কর্পোরেশন গ্রিন ৩১.৪ ওভারে ১৩১ রানে অলআউট হয়। দলের হয়ে ইকরামুল হক ৩২, শাহিদুল ইসলাম অপরাজিত ২৪ এবং আবদুল্লাহ ওমর হিমেল ও নাইমুদ্দিন উভয়ে ১৯ রান করে দলীয় ইনিংসে যোগ করেন। ইয়ং স্টার ব্লুজের পক্ষে শাহিন তিনটি এবং বাদশা ও ফাহিম ফয়সাল উভয়ে দুটি করে উইকেট নেন। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ওপিএ-র বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে কোয়ালিটি নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে আসিফ ৪৭, জাহেদ বাবু ৪৬, নাইম উদ্দিন ১৪, সালমান হক ৪৮, শামিম ২৭, রাসেল ২১ ও জাহেদ অপরাজিত ৪৪ রান করেন। ওপিএ-র পক্ষে কৈলাশ নাথ ও শোয়াইব তিনটি করে এবং জিসান দুটি উইকেট নেন। জবাবে খেলতে নেমে ্ওপিএ ৯৪ রানে সব উইকেট হারায়। তাদের হয়ে সাদ্দাম সর্বোচ্চ অপরাজিত ২৫ এবং কৈলাশ নাথ ২০ রান করেন।
আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। ‘এ’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং ১০ পয়েন্টে পেয়ে ফিরিঙ্গীবাজার লাকীস্টার ক্লাব অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে টানা ম্যাচের সাতটিতে জিতে ১৪ পয়েন্টে অর্জন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নয় পয়েন্ট নিয়ে শতদল জুনিয়র সুপার ফোর পর্বে খেলায় যোগ্যতা অর্জন করেছে। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শতদল জুনিয়র এবং জহুর আহমদ স্টেডিয়ামে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব মুখোমুখি হবে।