জামেয়ান রাউজান প্রাক্তন ছাত্র পরিষদ গঠনকল্পে সভা

51

জামেয়া আহমদিয়া সুুন্নিয়া আলিয়ার রাউজান উপজেলার সকল সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জামেয়ান রাউজান প্রাক্তন ছাত্র পরিষদ গঠনকল্পে গত ৪ ডিসেম্বর বুধবার বিকালে ষোলশহরস্থ’ আলমগীর খানেকাহ্ শরীফে কাউন্সিল প্রস্ততি কমিটির আহবায়ক হাজেরা তজু ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক এর সঞ্চালনায় এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন রেযা খাঁন, মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ সালামত রেযা কাদেরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন জামেয়ান রাউজান ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সব কর্মকান্ডে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সব কিছুর ওপর মানবিক মূল্যবোধের স্থান। উদারতা, সহিষ্ণুতা, সাম্য ইসলামের সৌন্দর্য্য। তবে বর্তমান বিশ্বে ইসলামকে বিকৃত, খন্ডিত ও আগ্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মাদ্রাসায় যারা পড়ে তারা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় বেশি। তাই ইসলামের মানবিক দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাদ্রাসা শিার্থীদেরই বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বক্তারা মাদ্রাসা শিার্থীদের ধর্মীয় গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের মহানুভবতা, মানবতাবাদ ও সর্বজনীন প্রেমের বাণী প্রসারিত করার আহবান জানান। শিাঙ্গনের পবিত্রতা নিশ্চিত করতে ক্যাম্পাস প্রশাসন, শিকদের পাশাপাশি ছাত্রদেরও কার্যকরী ভূমিকা রাখতে হয়। বিজ্ঞপ্তি