জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উপহার বিতরণ

22

করোনা মহামারাীতে বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ২৪ জুন বুধবার সকালে জেএম সেন প্রাঙ্গণে অসহায় ও হতদরিদ্র প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড. চন্দন তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, যুগ্ম সম্পাদক ডা. বিধান মিত্র, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, ডা. কথক দাশ, অর্থ সম্পাদক রতন আচার্য্য, উপ-প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, আজীবন সদস্য অরূপ রতন চক্রবর্তী, কার্যকরি সদস্য হিল্লোল সেন উজ্জ্বল, কাউন্সিলর প্রার্থী ও নারীনেত্রী রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, সঞ্জয়িতা দত্ত পিংকি প্রমুখ। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, মানব কল্যাণই প্রকৃত ধর্ম। অসহায়দের সেবা করাই প্রকৃত মানবতার কাজ। মানব সেবার মধ্যদিয়ে শান্তি লাভ করা যায়। যেকোন দুর্যোগ মোকাবেলায় জন্মাষ্টমী পরিষদ মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করেছে। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। বিজ্ঞপ্তি