জনস্বার্থ দুর্নীতির তথ্য প্রদানকারী সংস্থার সভা

92

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গত ৯ ডিসেম্বর একযোগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে জনস্বার্থ দুর্নীতির তথ্য প্রদানকারী সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান কল্যাণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে পরিচালক মিঠুন কুমার দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডা. দুলাল কান্তি চৌধুরী, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, দুলাল সরকার, নারগিস আক্তার নিরা, শিবু সেনগুপ্ত, মুরশেদুল আলম, সনজয় নাথ, ফয়েজ আহমেদ, সানি মহাজন, অস্মিত চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করি। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণসচেতনতা বাড়াতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি