ছেলে বাঁচলেও সমুদ্রে ডুবে প্রাণ হারালেন রেসলার

55

দুইদিন নিখোঁজ থাকার পর বুধবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউ-ডব্লিউই) তারকা রেসলার শাদ গেসপারের মৃতদেহ লস অ্যাঞ্জেলসের ভেনিস সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সাগরে সাঁতার কাটার সময় শক্তিশালী স্রোতে ভেসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ৩৯ বছর বয়সী এ রেসলার। গত রোববার ১০ বছর বয়সী ছেলে আরেয়েহকে নিয়ে অন্য সাঁতারুদের সঙ্গে সাগরে নামেন গেসপার। স্রোতে ভেসে যাওয়ার আগে ছেলেকে বাঁচাতে পারলেও নিজে ফিরতে পারেননি। স্থানীয় লাইফগার্ডরা জানিয়েছেন, তীর থেকে ৫০ গজ দূরত্বে শক্তিশালী এক ঢেউ তাকে সাগরে আছড়ে ফেললে খোঁজ মেলেনি গেসপারের। উঁচু এক ঢেউয়ে ভেসে যাওয়ার আগে লাইফগার্ডের হাতে ছেলেকে তুলে দিতে পেরেছিলেন তিনি। লাইফগার্ডদের ভাষ্যমতে তার শেষ কথা ছিল, ‘আমার ছেলেকে বাঁচান।’ ২০১০ সালে ডব্লিউ-ডব্লিউই থেকে অবসরে যান গেসপার। এরপর তাকে টিভি ও সিনেমার পর্দায় ছোটখাটো অভিনয়ে দেখা গেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ডব্লিউ-ডব্লিউই কর্তৃপক্ষ।