ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন রাসেল

34

সিলেট সিক্সার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে ঢাকা ডায়নামাইটস তখন জয়ের দ্বারপ্রান্তে। ৩০ বলে জয়ের জন্য ঢাকার দরকার ছিল মাত্র ২৬ রান। এমন সময় ব্যাট হাতে ঝড় তোলেন ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেটের পেসার তাসকিন আহমেদের করা ১৬তম ওভার থেকে আন্দ্রে রাসেল আদায় করেন ১৫ রান। এই ওভারেই ছক্কা হাঁকিয়ে বল হারিয়ে ফেলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
ঘটনা ১৬তম ওভারের তৃতীয় বলে। তাসকিনের করা ফুল লেন্থ ডেলিভারিটি কাউ কর্নার দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেলেন রাসেল। কেবল বাউন্ডারি নয়, বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। পরবর্তীতে এই বলটি আর খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে নতুন বল নিয়ে মাঠে আসেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।