চুয়েটে মুজিববর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

18

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০’ শুরু হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এবারের প্রতিযোগিতায় ৩৮টি ইভেন্টে প্রায় ৩৫০ প্রতিযোগী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার প্রথমদিনে ৫টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান। বিজ্ঞপ্তি