চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল লিগ শুরু

23

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারিরীক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় চুয়েট আন্তঃবিভাগ ফুটবল লিগ (সিএফএল) শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ১-০ গোলের ব্যবধানে নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগকে হারিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, অধ্যাপক. ড. জি.এম সাদিকুল ইসলাম, ড. মো. আজাদ হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।
এবার সিপিএলে মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- এমই বিভাগ, সিএসসি বিভাগ, ডবিøউআরই বিভাগ, পিএমই বিভাগ, ইউআরপি বিভাগ, ইটিই বিভাগ, এমআইই বিভাগ, ইইই বিভাগ, সিই বিভাগ এবং স্থাপত্য বিভাগ। সিপিএল আয়োজনের সহযোগিতায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। বিজ্ঞপ্তি