চিটাগাং উইম্যান চেম্বারের ঈদ বাজার

10

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক পণ্য বিক্রয়ের ফ্ল্যাটফর্ম ই-শপ উই বাজারের উদ্যোগে ৩ দিনব্যাপী ঈদ বাজার গতকাল ৭ জুলাই শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের পরিচালক কাজী তুহিনা আক্তার, উই বাজারের মডারেটর নূজহাত নূয়েরী কৃষ্টি, পরিচালক শাহেলা আবেদিন, সদস্য রোকেয়া রহমান, শিরিন আক্তার শিল্পী ও সদস্য শারমিন আক্তার। মেলায় পুরস্কার সমূহ স্পন্সর করেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক কাজী তুহিনা আক্তারের স্বত্বাধিকারী লীলাবালি।
বেস্ট সেলার হিসেবে প্রথম পুরস্কার পান স্নেহা বুটিকস, দ্বিতীয় পুরস্কার পান বাহ্ এবং তৃতীয় পুরস্কর পান মাঈশা বুকিটস। বেস্ট প্রোডাক্টস্র পুরস্কার পান কাঠবিড়ালীর ঘর, দ্বিতীয় পুরস্কার পান শৌখিনতা এবং তৃতীয় পুরস্কার পান আনজুম। এছাড়া ক্রেতা-দর্শনার্থীদের র‌্যাফেল ড্র-তে পুরস্কার পান ছোঁয়া, মো. শফিকুল ইসলাম, হোসনে আরা, সেলিনা আক্তার, আবুল খায়ের এবং সুচিত্রা পাল। মেলায় ২০ জন অনলাই ভিত্তিক নারী উদ্যোক্তা ৩ দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেন।