চার দলের স্প্যানিশ সুপার কাপ সৌদিতে

19

নতুন আঙ্গিকের স্প্যানিশ সুপার কাপের প্রথম আসর বসবে সৌদি আরবে, নতুন বছরের জানুয়ারিতে। অংশ নেবে চার দল। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার সবগুলো ম্যাচ।
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার অংশগ্রহণে বসতে যাওয়া প্রতিযোগিতা মাঠে গড়াবে ৮ জানুয়ারি, পর্দা নামবে ১২ জানুয়ারির ফাইনালের মধ্য দিয়ে। দুটি সেমিফাইনাল আর ফাইনালের আবহে হবে প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনে প্রথম সেমিতে লড়বে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। পরেরদিন দ্বিতীয় সেমিতে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই প্রতিযোগিতা সৌদিতে আয়োজনের মধ্য দিয়ে ২৯ থেকে ৪৩ মিলিয়ন ইউরোর মতো আয় করবে স্প্যানিশ ফেডারেশন। যদিও দেশটির সরকার এবং লা লিগা কর্তৃপক্ষের দিক থেকে স্পেনের বাহিরে টুর্নামেন্ট আয়োজনের জন্য কড়া সমালোচনা করা হয়েছে।
সবশেষ ২০১২ সালের আগস্টে বসেছিল স্প্যানিশ সুপার কাপের মহারণ। তখন কেবল দুটি দল অংশ নিতো লড়াইয়ে। সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে মেসি-সুয়ারেজদের বার্সেলোনা প্রতিযোগিতাটির সবশেষ ট্রফি উঁচিয়ে ধরেছিল।