চান্দগাঁও লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম কেন্দ্রের উৎসব

40

উত্তর চান্দগাঁও (অনন্ত কুমার চৌধুরী বাড়ি) লোকনাথ সেবাশ্রম কেন্দ্রের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত ২১ ফেব্রæয়ারি সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলে ধর্মসভা-মেধাবৃত্তি পুরস্কার বিতরণ-ধর্মীয় সংগীত অনুষ্ঠান-মহাপ্রসাদ বিতরণ-অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মন্দির নির্মাণ কাজের উদ্বোধন। উদ্বোধন করেন স্বধর্ম পরিপোষক শ্রীমতি সিন্ধুবালা মহাজন। প্রধান বক্তা ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর থানা শাখার সহ-সভাপতি ডা. এস.কে দেব সজল। অন্যদের মধ্যে বক্তব্য দেন আশীষ ঘোষ পিন্টু, পুলিন ঘোষ, কালু চৌধুরী, অজিত ঘোষ, রতন চৌধুরী কানু, সুভাষ চক্রবর্ত্তী, নেপাল মহাজন, দীপংকর ভট্টাচার্য, ফ্লাওয়ার ভৌমিক, বাবলা মহাজন, এডভোকেট শুভংকর ভট্টাচার্য, দিবস আচার্য, ছোটন বিশ্বাস, মিঠু ঘোষ, টিপু মহাজন, কিশোর দেবনাথ, পুলক ধর, প্রিমু বিশ্বাস, কাঞ্চন ঘোষ, রুবেল ঘোষ, রাজীব শীল, সানি ঘোষ, দীপ্ত ঘোষ ও হৃদয় দেওয়ানজী প্রমুখ। বক্তারা আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বে যাতে মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয় সকলকে এগিয়ে আসার আহŸান জানান। বিজ্ঞপ্তি