চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে?

25

টানা ৯টি সিরিজ হারের কারণে আগেই সব ক্ষমতা হারিয়েছিলেন বাংলাদেশের সাবেক লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। তার শিষ্যরা এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি খেলার অপেক্ষায় লঙ্কানরা। তার আগে প্রথম চারটি ম্যাচেই হেরেছে হাথুরুর দলটি। পঞ্চম ম্যাচের আগে হাথুরুকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চাকরিও হারাতে পারেন তিনি-এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দলকে চলতি সিরিজের এক ম্যাচ বাকি থাকতে রেখে আসায় হাথুরুর জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। শনিবার কেপটাউনে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্বে থাকবেন রিক্সন। এদিকে, লঙ্কান বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, চাকরি খোয়াতে যাচ্ছেন হাথুরু।
বোর্ডের অনেক উর্ধ্বতন কর্তা এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও ২০২০ সালের শেষ দিকে হাথুরুর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।