চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

36

চট্টগ্রাম সাংস্কৃতিক জোট (চসাজো) এর উদ্যোগে সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজল দাশ এর সঞ্চালনায় বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকিত করেন বরেণ্য বুদ্ধিজীবী, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক এড. মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সংগঠক ও প্রাবন্ধিক মো. আবদুর রহিম। প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের কার্যকরী কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক চন্দন পালিত। বিশিষ্ট লোককবি কল্পতরু ভট্টাচার্য, বিশিষ্ট সংগঠক অমর দত্ত, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সাংবাদিক কামাল হোসেন, বিনোদন রঙের সম্পাদক নাসির হোসাইন জীবন, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। উপস্থিত ছিলেন সুর দরিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ডা: আশীষ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহ্ নুর আলম, মো: হামিদ হোসাইন, চিত্রশিল্পী সমীরণ পাল, পিয়াস, মো: ছবির আহমদ, মো. মনজুর আলম, মো. আকতার, আঁচল, হারাধন নাহা বাসু, মো. তিতাস ও মো: জাফর আলম প্রমুখ। শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী নারায়ণ দাশ, শিল্পী দিলীপ সেনগুপ্ত, শিল্পী খোকন সুশীল ও শিল্পী বৈশাখী দাশ। প্রধান অতিথি এডভোকেট মনজুর মাহমুদ খান বলেন, সংস্কৃতি মানুষের মনকে পরিশুদ্ধ করে। মনের কালিমা দূর করে। সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে, সমাজের অস্থিরতা দূরীভূত করে, বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। তিনি বলেন, তিনি নিজেও গান ভালোবাসেন এবং প্রতিদিন গান শোনেন। তাই আমন্ত্রণ পেলে কিছুটা সময়ের জন্য হলেও বিভিন্ন অনুষ্ঠানে চলে আসেন। বর্তমানে সুষ্ঠু ও রুচিশীল সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আমাদের চারিদিকে বিজাতীয় সংস্কৃতির পাদুর্ভাব ঘটেছে। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চট্টগ্রাম সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হলেও এটি মানসম্মত। বিশাল আকারের আগোছালো অনুষ্ঠানের চেয়ে ছোট্ট আকারের মানসম্পন্ন একটি অনুষ্ঠান অনেক মর্যাদার। সভার সভাপতি মো: জসীম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনের জন্য কর্মকর্তাদের সাধুবাদ জানান এবং যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন, তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি